স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান যমুনা ওয়েল কোম্পানির গেটে তেলবাহী ট্যাংকার শিপে (তেলের ব্যাংক) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোম্পানির ৯ কর্মচারী অগ্নিদ্বগ্ধ হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সদস্য, সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা মিলে প্রায় ৩৫ মিনিট চেষ্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক জসিম উদ্দিন বলেন, সন্ধ্যা পৌনে ৬টার দিকে পতেঙ্গায় যমুনা ওয়েল কোম্পানির গেটে তেলবাহী ট্যাংকার শিপের পাইপে ওয়েল্ডিং করার সময় আগুন ধরে যায়।
খবর পেয়ে নগরীর পতেঙ্গা ও আগ্রাবাদ স্টেশন থেকে ৪টি গাড়িসহ ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে ছুটে যায়। একই সময়ে আগুন নিভাতে যোগ দেয় বিমানবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা। আগুনে যমুনা অয়েল কোম্পানির ৯ কর্মচারী গুরুতর আহত হন।