স্টাফ রিপোর্টার: ভোট কারচুপির অভিযোগে কুষ্টিয়ার কুমারখালীতে আগামীকাল রোববার সকাল ৬ থেকে ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট। শুক্রবার দুপুরে কুমারখালীর হল বাজারস্থ বিএনপি কার্যালয়ে এক জরুরি সভায় হরতালের এ ঘোষণা দেয়া হয়।
কুমারখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট কুতুবুল আলম নতুন বলেন, বৃহস্পতিবার অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম আনছারের পোলিং এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেয় আওয়ামী ক্যাডার বাহিনী। রায় নিজেদের পক্ষে নিতে বেশ কয়েকটি ভোট কেন্দ্রে নগ্ন হামলা চালায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান খানের সমর্থকরা। তিনি বলেন,হামলা ও ভোট চুরির প্রতিবাদে আমরা রোববার হরতাল আহবান করেছি।