কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া নামক স্থানে ট্রাকের চাপায় কৃষ্ণ কুমার দাস (৪৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার বাড়ি কালীগঞ্জের দাসপাড়ায়। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বেলা ২টার দিকে।
কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মুনির হোসেন জানান, জেলার কালীগঞ্জ উপজেলার দাসপাড়া গ্রামের কৃষ্ণ কুমার দাস বাইসাইকেলযোগে কালীগঞ্জ হাটে যাচ্ছিলেন। তিনি কালীগঞ্জ-যশোর সড়কের বেজপাড়া নামক স্থানে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।