ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারের মেসার্স বায়েজিদ স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে দোকানের ৮ লক্ষাধিক টাকার মালামাল। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামের মৃত. আব্দুল গফুর আলীর ছেলে শেরেগুল ইসলামের মুদির (পাইকারি) দোকান মেসার্স বায়েজিদ স্টোরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মসজিদের মুসল্লিরা ও ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।