উপজেলায় জয়ের ধারায় বিএনপিতে উদ্দীপনা

 

স্টাফ রিপোর্টার: উপজেলা নির্বাচনে দু দফা ভোটেও দলীয় প্রার্থীর জয়ের দিক থেকে এগিয়ে রয়েছে বিএনপি। দলটির নেতৃত্বে ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থীরা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নিরঙ্কুশ জয় পেয়েছেন। দ্বিতীয় ধাপের নির্বাচনে আওয়ামী লীগ ব্যবধান কমালেও নির্বাচনে কেন্দ্র দখল ও জালিয়াতির অভিযোগে প্রশ্নবিদ্ধ হয়েছে পুরো নির্বাচনের গ্রহণযোগ্যতা। প্রথম ধাপের ৯৭টি উপজেলার ফলে বিএনপি ৪২, আওয়ামী লীগ ৩৪ জামায়াত ১২টিতে চেয়ারম্যান পদে জয় পায়। জামায়াত-বিএনপি মিলিয়ে ৫৫টি উপজেলায় জয় পান জোটের প্রার্থীরা। এছাড়া ভাইস চেয়ারম্যান পদেও প্রাধান্য ছিলো বিএনপি-জামায়াত প্রার্থীদের। দু ধাপের নির্বাচনে ২১০টির ঘোষিত ফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিতরা জিতেছেন ৭৯টিতে, বিএনপি ৯৪টিতে এবং জামায়াত সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন ২০টিতে। বিএনপি-জামায়াত মিলে জয়ী হয়েছেন ১১৪টিতে।