আলমডাঙ্গার কুলপালায় আলমসাধুর অ্যাক্সেল ভেঙে দুর্ঘটনা

 

পুরাতন দরবেশপুরের মাছব্যবসায়ী ওমর নিহত

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুরের পুরাতন দরবেশপুরের মাছব্যবসায়ী ওমর আলী আলমসাধু দুর্ঘটনায় নিহত হয়েছেন। চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের কুলপালা গ্রামে আলমসাধুর অ্যাক্সেল ভেঙে গেলে তিনি দুর্ঘটনার শিকার হন। গতকাল বিকেলে গ্রামে তার দাফন সম্পন্ন হয়।

জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার পুরাতন দরবেশপুর গ্রামের মৃত ওমোবাদ মণ্ডলের ছেলে মাছব্যবসায়ী ওমর আলী (৫৫) গত বৃহস্পতিবার বিকেলে নিজ গ্রাম থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা হন আলমসাধুযোগে। আলমডাঙ্গার কুলপালা গ্রামে পৌঁছুলে আলমসাধুর অ্যাক্সেল ভেঙে রাস্তায় উল্টে যায়। এ ঘটনায় ওমর আলী রক্তাক্ত জখম হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার ভোরে তিনি মারা যান। বিকেলে তার লাশ নিজ গ্রামে নিয়ে বাদ আছর দাফন করা হয়।