হরিণাকুণ্ডুতে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী ঘোষণা

 

হরিণাকুণ্ডু প্রতিনিধি: হরিণাকুণ্ড উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মশিউর রহমান জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় যুগ্মসম্পাদক ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। সভায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল ইসলামকে আ.লীগের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। অপরদিকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল ইসলাম শিলুকে ভাইস চেয়ারম্যান ও যুব মহিলালীগ নেত্রী  মাহমুদা আক্তার কেয়াকে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে চূড়ান্ত করা হয়।