স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার হানুরবাড়াদী গ্রামের গৃহবধূ ববিতা খাতুন আত্মহত্যা করেছেন। গত বুধবার বিকেলে বিষ পানে তিনি আত্মহত্যা করেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাশুড়ির সাথে গণ্ডগোলের এক পর্যায়ে তিনি বিষ পান করেন।
জানা গেছে, হানুরবাড়াদী গ্রামের জসিমের স্ত্রী ববিতা (২৩) এক সন্তানের জননী। বুধবার বিকেলে বিষ পান করলে তাকে চুয়াডাঙ্গা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। সালিস বৈঠকের মাধ্যমে তার শিশুপুত্রের নামে বাড়ির আড়াই কাঠা ও মাঠের ৬ কাঠা জমি লিখে দেয়া হয়। এরপর গতকাল ববিতার লাশ দাফন করা হয়। দামুড়হুদার বিষ্ণপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে ববিতা।