মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাচনে ১৯ দলীয় জোটের ৩ প্রার্থী জয়ী

 

মেহেরপুর অফিস: মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাচনে ১৯ দলীয় জোটের প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম চেয়ারম্যান পদে পুনঃ নির্বাচিত হয়েছেন। একই সাথে ভাইস চেয়ারম্যান পদে ১৯ দলীয় জোটের ২ প্রার্থীও জয়ী হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে ঘোষিত ফলাফলে ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম (কাপ-পিরিচ) ২৯ হাজার ৯২৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস (আনারস) ২৬ হাজার ৫৬৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থী দারিয়াপুর ইউনিয়ন জামায়াতের আমির জারজিস হোসেন (টিউবওয়েল) ৩০ হাজার ৭৪৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (বৈদ্যুতিক বাল্ব) ২২ হাজার ৭৬২ ভোট পেয়েছেন। এছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থী উপজেলা তৃণমূল দলের সভাপতি রমজান আলী (তালা) ২ হাজার ১১১ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জামায়াতের গুলনাহার বেগম (কলস) ৩০ হাজার ২৪৩ ভোট পেয়ে পুনঃ নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ছকিদা খাতুন (হাঁস) ২৫ হাজার ৬০৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।