আলমডাঙ্গা ব্যুরো: মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল কাউনাইন টিলু, উপজেলা বিএনপি অপরাংশের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু মনোনয়নপত্র সংগ্রহ করেন। একই দিনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হেলাল উদ্দীনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন আলমডাঙ্গা স্টেশনপাড়ার আব্দুল মান্নানের ছেলে শরিফুল ইসলাম। জামায়াত সমর্থিত প্রার্থী নূর মোহাম্মদ হুসাইন টিপুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জামায়াত নেতা ইউপি চেয়ারম্যান দারুস সালাম। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবদল অপরাংশের আহ্বায়ক মিজানুর রহমান মধু, কেন্দ্রীয় যুবদল নেতা এমদাদুল হক ডাবু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুণ, জামায়াত নেতা আহম্মেদ জালালের পক্ষে জামায়াত নেতা ইউপি চেয়ারম্যান দারুস সালাম মনোনয়নপত্র সংগ্রহ করেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী পারুলা খাতুন রাবেয়া, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম আরার পক্ষে তার স্বামী সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, জামায়াত সমর্থিত প্রার্থী হাফিজা খাতুন ও স্বতন্ত্র প্রার্থী সামসাদ রানু মনোনয়নপত্র সংগ্রহ করেন।