স্টাফ রিপোর্টার: ভুট্টাক্ষেত কাটার প্রতিবাদ করায় দামুড়হুদার কলাবাড়ি গ্রামে এক গৃহবধূকে কুপিয়ে জখম করা হয়েছে। তার মাথা ও পিঠে অসংখ্য সেলাই দেয়া হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে গৃহবধূ মরজিনাকে।
সূত্র জানায়, কলাবাড়ি গ্রামের মিজানুর রহমানের ভুট্টাক্ষেত কেটে নিয়ে যায় একই গ্রামের মৃত বুদোর ছেলে ছালাম। গতকাল বুহস্পতিবার বিকেলে এ ঘটনার প্রতিবাদ করতে ছালামের বাড়িতে যান মিজানুর রহমানের স্ত্রী মরজিনা। এ সময় ক্ষুব্ধ হয়ে ছালাম ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে মরজিনাকে। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।