মাথাভাঙ্গা মনিটর: নিউজিল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের প্লেট চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সুপার লিগে ওঠার স্বপ্ন পূরণ না হলেও চতুর্থবারের মতো প্লেট শিরোপা জিতে কিছুটা সান্ত্বনা নিয়ে দেশে ফিরছে তরুণ ক্রিকেটাররা। গতকাল বৃহস্পতিবার প্লেটের ফাইনালে ৭৭ রানে নিউজিল্যান্ডেকে হারায় বাংলাদেশ। এর আগে ১৯৯৮, ২০০৪ ও ২০১০ সালে প্লেট চ্যাম্পিয়ন হয়েছিলো তারা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে তিন ওভার বাকি থাকতে ২২৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। দলীয় ২১ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে সাদমান ইসলাম ও লিটন দাসের ১২৪ রানে জুটিতে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠে বাংলাদেশ। কিন্তু শেষের দিকে দ্রুত উইকেট পতনে বড় সংগ্রহ গড়া যায়নি। বাংলাদেশের আট জন ব্যাটসম্যানই দু অঙ্কের ঘরে পৌঁছুতে পারেননি। সর্বোচ্চ ৯৭ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান। দ্বিতীয় সর্বোচ্চ ৭৯ রান আসে লিটনের ব্যাট থেকে। নিউজিল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন পেসার ব্রেট ৱ্যান্ডেল ও স্পিনার ডেন ওয়াটসন। ২২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে কিউইরা। একমাত্র ব্রেট ৱ্যান্ডেল ছাড়া আর কেউই প্রতিরোধ গড়তে পারেনি। ফলে ৯ উইকেটে ১৪৬ রানেই থেমে যায় তাদের ইনিংস। বল হাতে সাফল্য পাওয়ার পর ৫১ রানে অপরাজিত ছিলেন ৱ্যান্ডেল। ২৩ রানে চার উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার স্পিনার মোসাদ্দেক হোসেন। আফগানিস্তান ও নামিবিয়াকে হারালেও অস্ট্রেলিয়ার কাছে হেরে নেট রানরেট কম থাকায় সুপার লিগে উঠতে পারেনি বাংলাদেশ।