দেশসেরার গৌরব অর্জনে ঢাকায় গেছে খুলনা বিভাগীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরে আলমডাঙ্গার শিশু চিত্রশিল্পী শশী

 

আলমডাঙ্গা ব্যুরো: খুলনা বিভাগের শ্রেষ্ঠত্বের মুকুট পরে দেশশ্রেষ্ঠত্বের মুকুট ছিনিয়ে নিতে ঢাকায় ছুটেছে আলমডাঙ্গার শিশু চিত্রশিল্পী শশী। আজ শুক্রবার ঢাকার মিরপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের আন্তঃপ্রাথমিক বিদ্যালয় চিত্রাঙ্কন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেবে সে। আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির মেধাবী ছাত্রী  সামিয়া ইয়াসমিন শশী। লেখাপড়ার পাশাপাশি সে দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার কার্টুনিস্ট বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেডের সেলস প্রমোশন অফিসার আব্দুল হাকিমের নিকট ছবি আঁকা শিখছে। গত ১৭ তারিখে খুলনা নূরনগর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বিভাগীয় পর্বের প্রতিযোগিতায় সে ১ম হওয়ার গৌরব অর্জন করে। আলমডাঙ্গার মত মফস্বল শহরের শিশুকন্যার বিভাগীয় পর্যায়ে ১ম হওয়ার ঘটনায় অনেকেই বিস্মিত। আজ শুক্রবার ঢাকার মীরপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিতে শশী তার মা রেহানা পারভীনের হাত ধরে গতকালই ঢাকার পথে রওনা  হয়েছে। দেশসেরার খেতাব জয় করে নিতে সকলের নিকট শশীর জন্য শুভ কামনা প্রত্যাশা করেছেন শশীর আব্বু এসিআই ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেডের আলমডাঙ্গা উপজেলার সেলস প্রমোশন অফিসার তৌহিদুল ইসলাম।