দামড়হুদা অফিস: দামুড়হুদায় ৩ দিনব্যাপি কৃষি ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ কৃপাংশু শেখর বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সেলিম উদ্দীন। উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কায়জার আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা জালাল উদ্দীন, রবিউল কবির পল্লব, দৈনিক মাথাভাঙ্গা সাংবাদিক শাহাবুদ্দিন প্রমুখ।