দামুড়হুদার জয়রামপুরে শ্লীলতাহানির প্রতিবাদ করায় স্বামী-স্ত্রীসহ পুত্রকে মারধর

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা জয়রামপুরের স্বামী-স্ত্রী ও তাদের পুত্রকে বেদম পেটানো হয়েছে। শ্লীলতাহানির প্রতিবাদ করতে গেলে প্রতিবেশী শাজাহান ও তার লোকজন বেপরোয়াভাবে পেটায়। আহত সাজিদুল ইসলাম টিটুকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগসূত্রে জানা গেছে, জয়রামপুর ঠাকুরপাড়ার গৃহবধূ (৩২) তার ছেলে সাজিদুল ইসলাম টিটুসহ বাড়িতে ছিলেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে প্রতিবেশী মৃত রমজান আলীর ছেলে শাজাহান (৩৫) গৃহবধূকে জড়িয়ে ধরে। এ ঘটনা প্রত্যক্ষ করে ছেলে টিটু। পরে গৃহবধূর স্বামী বাড়িতে এলে তারা প্রতিবাদ করতে যান শাজাহানের বাড়িতে। শাজাহানের লোকজন লাঠিসোঁটা দিয়ে তাদের পেটায়। এতে টিটুর একটি হাত ভেঙে গেছে বলে হাসপাতালসূত্রে জানা গেছে।