দর্শনা অফিস: উপজেলা নির্বাচনে দলের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লাইলী আকবরকে নির্বাচিত করার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতিসভা। আ.লীগ নেতা মোশাররফ হোসেনে সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, মোমিনুল ইসলাম, আ. রফিক কাবি, চিত্ত রঞ্জন দাস, নজরুল মাস্টার, শফিকুল আলম, আলী মুনসুর বাবু, আ. হান্নান ছোট, ইকবাল হোসাইন, সোলাইমান কবির, ফয়সাল, রুবেল, সাগর, লোমান প্রমুখ।