টিপ্পনী

 

খবন ( রওসন-এরশাদ কথা বন্ধ)

নাটক সাটক তোমরা খুবই পারো

ইঙ্গিতে সব ভোটাভুটি সারো

শেষ বয়সে কেন এমন দশা

এক সাথে নেই অনেক কদিন বসা

 

আমরা সবাই আশায় বসে থাকি

জেলা থেকে দেখছি গরম ঝাঁকি

ভাল্লাগে না এমন রাগারাগি

দিনে দিনে যাচ্ছো হয়ে দাগী

 

দেশের কথা দশের কথা বলো

মান অভিমান ভুলে সাথে চলে

বুড়ো হাড়ে দিচ্ছো কেন জ্বালা

এখন কি ছাই অভিমানের পালা

 

আহাদ আলী মোল্লা