চুয়াডাঙ্গা হাজরাহাটির কলেজছাত্র মাফুজকে বোয়ালমারীতে মারধর

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা হাজরাহাটির কলেজছাত্র মাফুজকে মারধর করেছে পার্শ্ববর্তী বোয়ালমারীর কতিপয় যুবক। গত বুধবার দুপুরে মুন্সিগঞ্জের নিগার সিদ্দিক কলেজ থেকে বাড়ি ফেরার পথে বোয়ালমারী গ্রামে ধরে তাকে মারধর করা হয়। পূর্ব বিরোধের জের ধরে মাফুজকে মারধর করা হয় বলে গ্রামসূতে জানা গেছে। মাফুজকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাফুজ বলেছে বোয়ালমারীর মৃত আসান আলীর ছেলে প্রান্ত, শাহাবুলের ছেলে পিয়াস, মালেকের ছেলে কাজল ও লিখনের ছেলে আকাশ তাকে মারধর করে। মাফুজ হাজরাহাটির সাইদুর রহমানের ছেলে।