চুয়াডাঙ্গা সদর থানার ওসি হিসেবে দায়িত্ব নিলেন ইন্সপেক্টর লিয়াকত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে। ইন্সপেক্টর এরশাদুল কবীরের স্থলে সদর থানার ওসি হিসেবে গতকাল বৃহস্পতিবার দায়িত্বভার গ্রহণ করেছেন ইন্সপেক্টর লিয়াকত হোসেন। তিনি বাগেরহাট সদর থানায় কর্মরত থাকা অবস্থায় সম্প্রতি চুয়াডাঙ্গা জেলা পুলিশে বদলির আদেশ পান। তিনি গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্বভার গ্রহণের সময় তিনি চুয়াডাঙ্গা সদর থানা এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল কবীর কোর্ট ইন্সপেক্টর হিসেবে দায়িত্বভার নিচ্ছেন। কোর্ট ইন্সপেক্টর আহসান হাবীব পিপিএম সাতক্ষীরার আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন দায়িত্বপালন করেন। পরে অবশ্য অপর এক আহসান হাবীবের নিকট দায়িত্বভার দিয়ে কোর্ট ইন্সপেক্টর হিসেবে দায়িত্বগ্রহণ করেন। কিছুদিনের মাথায় সাতক্ষীরা জেলা পুলিশে বদলির আদেশ পান।