আপনাদের আমানত আমি সব সময় ঠিক রেখেছি
মোমিনপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা বিশু শাহ মাজার প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস।
প্রধান অতিথি আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুল হক বিশ্বাস বলেন, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে বিগত দিনে আমি আপনাদের আমানত সব সময় সুষ্ঠভাবে বণ্টন করেছি। আমার এলাকায় আমার সাধ্য অনুযায়ী উন্নয়নও করেছি। কেউ কোনো দিন বলতে পারবে না বিগত দিনে উপজেলা চেয়ারম্যান থাকাকালীন কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে। মোস্তাফিজুর রহমান নিপুল মেম্বারের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক হাবিবুর রহমান লাভলু, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল হক হযরত, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ভাইচ চেয়ারম্যান পদপ্রার্থী কোহিনুর বেগম, জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি রুবাইত বিন আজাদ, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন রেজা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান, মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসম্পাদক আব্দুল মালেক প্রমুখ।