স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা রেলপাড়া গোলাম হোসেন স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় মামা-ভাগ্নে একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে মামা-ভাগ্নে একাদশ ৬১ রানে বিদ্রোহী একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন। জাগো যুব সংঘের আয়োজনে প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বিপুল শরীফের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি তরুণ ক্রীড়া সংগঠক নঈম হাসান জোয়ার্দ্দার, সাবেক ছাত্রনেতা সিরাজুল ইসলাম আসমান। এছাড়া উপস্থিত ছিলেন রুবায়েত বিন আজাদ সুস্তির, শেখ মাসুম, জাবেদ, তারেক, ফিরোজ, রনি, খাইরুল প্রমুখ।