মেহেরপুর ইয়াং টাইগার্স স্কুল ক্রিকেটে বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় জয়ী

 

মেহেরপুর অফিস: বিসিবি আয়োজিত মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মেহেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় গাংনীর বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ৫৯ রানে জয় লাভ করেছে।

গতকাল বুধবার প্রথমে ব্যাট করতে নেমে বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ৩৪ ওভারে ১৩৭ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে শাহরিয়ার সর্বোচ্চ ৩২ রান করে। মেহেরপুর সদর উপজেলার  উজুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সুইট ৩ উইকেট লাভ করে।

জবাবে খেলতে নেমে উজুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২৮ ওভার ৩ বলে ৭৮ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে শাখাওয়াত সর্বোচ্চ ১৬ রান করে। বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শামীম রেজা ও সোহাগ ৪ উইকেট লাভ করে।