গাংনী প্রতিনিধি: উপজেলা নির্বাচন উপলক্ষে নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল চালানোয় গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মোটরসাইকেল আটক ও জরিমানা করেছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা শবনমের নেতৃত্বে গাংনী উপজেলার ধানখোলা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দু মোটরসাইকেল মালিকের কাছ থেকে ১ হাজার ৩শ টাকা এবং বামন্দী ও মটমুড়া এলাকায় বেশ কয়েকটি মোটরসাইকেল আটক করে এর মালিকদের কাছ থেকে ৪ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন গাংনীর জোড়পুকুরিয়া বাজারে অভিযান চালিয়ে ১৭ মোটরসাইকেল চালকের কাছ থেকে ৩ হাজার ৮শ টাকা জরিমানা আদায় করেন। সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সহযোগিতা করেন। মোটরযান অধ্যাদেশের আওতায় এসকল অভিযান চালানো হয়। আজ বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানা গেছে।