মাথাভাঙ্গা মনিটর: সুয়েজ খাল ব্যবহার করে জাহাজে আক্রমণের উদ্দেশে সন্ত্রাসী সংগঠন গঠন করার দায়ে মিশরের ২৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। গতকাল বুধবার রায় প্রদানকালে বিচারক জানান, দণ্ডপ্রাপ্তরা ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক দ্রব্য তৈরির অভিযোগেও অভিযুক্ত। আদালতে অভিযুক্তদের অনুপস্থিতিতেই বুধবার এ রায় প্রদান করা হয়। মিশরে অন্তবর্তী সরকারের পদত্যাগ ও নতুন প্রধানমন্ত্রী ইব্রাহিম মাহলাব শপথ নেয়ার একদিন পরই এমন রায় দেয়া হলো। ক্ষমতা গ্রহণের পরই মাহলাব দেশের সকল স্তর থেকে দুর্নীতি দূর করার ইঙ্গিত দেন। মিশরে প্রথমবারের মতো গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত প্রেসিডেন্ট মুরসি পদত্যাগের ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০১৩ সালের জুলাইয়ে অন্তবর্তী সরকার শপথ নেয়। সেই থেকে মুরসির দল মুসলিম ব্রাদারহুডের হাজার হাজার কর্মী গ্রেফতার ও অনেককে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।