স্টাফ রিপোর্টার: ভারতের বিপক্ষে ২৭৯ রানের লড়াকু স্কোর করেও বিরাট কোহলির অধিনায়কোচিত ইনিংসে হার মানলো বাংলাদেশ। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিকরা হেরেছে ৬ উইকেটে। ৬ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় কোহলির দল। বাংলাদেশ: ২৭৯/৭ (৫০ ওভার)ভারত: ২৮০/৪ (৪৯ ওভার) ফল: ভারত জয়ী ছয় উইকেটে শুরুতে রান না দিয়ে ভারতকে চাপে ফেলেছিলো বাংলাদেশ। এরপর দু ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মাকে চার রানের ব্যবধানে সাজঘরে পাঠিয়ে ভালো নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। কিন্তু বিরাট কোহলি তার ৩১তম ফিফটিকে ১৯তম শতকে পরিণত করেন ৯৫ বলে। ১২২ বলে ১৬ চার ও দু ছয়ে ইনিংস সেরা ১৩৬ রানে বোল্ড হন এই ডানহাতি। অজিঙ্কা রাহানের সঙ্গে ২১৩ রানের অনবদ্য জুটি গড়েন কোহলি। রাহানেও দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি।
গতকাল একেবারেই সামনে থেকে ব্যাটিঙের নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। ক্যারিয়ার সেরা ওয়ানডে পারফরমেন্স করে ভারতের বিপক্ষে দলকে এনে দিলেন লড়াই করার মতো সংগ্রহ। সাত উইকেটে তাদের সংগ্রহ ২৭৯ রান। এশিয়া কাপে এটি বাংলাদেশের চতুর্থ দলীয় সর্বোচ্চ, আর ভারতের বিপক্ষে তৃতীয় সেরা। ১২৫টি ওয়ানডে ম্যাচ খেলে মুশফিকুর রহিমের মাত্র একটি মাত্র শতক, তাও সেটা ২০১১ সালের ১৬ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে। অবশেষে ওয়ানডেতে অধরা শতকটি পেলেন টেস্টে দেশের একমাত্র ডাবল সেঞ্চুরিয়ান। ১০৪ বলে পাঁচ চার ও দু ছ’য়ে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পান তিনি।