দর্শনায় আ.লীগের নির্বাচনী প্রস্তুতিসভা

 

দর্শনা অফিস: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লাইলী আকবরকে নির্বাচিত করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে আ.লীগ। এ লক্ষ্যে গতকাল বুধবার সন্ধ্যায় দর্শনা পৌর আ.লীগের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিসভা হয়েছে। পৌর আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা করেন উপজেলা আ.লীগের যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, আ.লীগ নেতা আ. খালেক, মোমিনুল ইসলাম, সাত্তার মাস্টার, মোশারফ হোসেন, নজরুল মাস্টার, শফিকুল আলম, আলী মুনসুর বাবু, হবা জোয়ার্দ্দার, মোস্তাফিজুর রহমান, আ. জব্বার, যুবলীগ নেতা আ. হান্নান ছোট, সাবির হোসেন মিকা, ইকবাল হোসাইন, মামুন শাহ, শাজাহান মোল্লা, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি প্রমুখ।