খবর: (জঙ্গি ছিনতাইয়ের নেপথ্যে টাকা লেনদেন)
পুলিশ পুলিশ রাঙা পুলিশ
টাকায় লালে লাল তারা,
একটুখানি ভেবে দেখো
কেমন ছিলো কাল তারা।
পুলিশ পুলিশ ধান্দা পুলিশ
নগদ রূপি পান তারা,
আসামিকেও ছেড়ে দিয়ে
তবিল ঝেড়ে খান তারা।
পুলিশ পুলিশ রাতের পুলিশ
দিন দুপুরেও হয় তারা,
একটা দুটো বাজে পুলিশ
মোটেও মানুষ নয় তারা।
-আহাদ আলী মোল্লা