জীবননগর ব্যুরো: হাইকোর্টের আদেশে মহাসড়ক থেকে অবৈধ যান নসিমন, করিমন ও আলমসাধুসহ শ্যালোইঞ্জিনচালিত যান বন্ধে পুলিশ মহাসড়কে নেমেছে। গতকাল বুধবার ওসি শিকদার মশিউর রহমানের নেতৃত্বে পুলিশের বেশ কয়েকটি টিম জীবননগর-চুয়াডাঙ্গা, জীবননগর-কালীগঞ্জ ও জীবননগর-জিন্নানগর সড়কে অবৈধ যান চলাচলে বাধা প্রদানসহ গ্রামীণ সড়কে চালানোর নির্দেশ প্রদান করেন।
হাইকোর্টের নির্দেশনা মোতাবেক সড়ক থেকে অবৈধযান উচ্ছেদে পুলিশ সড়কে নামে। ওসি শিকদার মশিউর রহমানের নেতৃত্বে পুলিশের বেশ কয়েকটি টিম সড়কে অবৈধযান চলাচল বন্ধে মাঠে নামলে মুহূর্তের মধ্যে মহাসড়ক অবৈধযান শূন্য হয়ে পড়ে। পুলিশ এ সময় আলমসাধুচালকদের সড়কে গাড়ি না চালিয়ে নির্দেশনা মোতাবেক গ্রামীণ সড়কে তাদের গাড়ি চালানোর জন্য অনুরোধ করেন। নির্দেশনা না মানলে অবৈধ যানবাহন আটকসহ এর চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।