চুয়াডাঙ্গা কুতুবপুরের নিমাই অপহৃত : মুক্তিপণ দিয়ে মুক্ত


স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা কুতুবপুর গ্রামের নিমাই চন্দ্রকে অপহরণের পর মুক্তিপণ নিয়ে মুক্ত করে দিয়েছে অপহরকচক্ররা। তাকে ২৪ ফেব্রুয়ারি সোমবার রাতে বাড়ি থেকে একদল অপহরকচক্র অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার ইউনিয়নের কুতুবপুর গ্রামের জেলেপাড়ার নিতাই চন্দ্রের ছেলে নিমাই চন্দ্র (৩৮) সোমবার রাতে ১২/১৪ জনের একদল অস্ত্রধারী অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে। অপহরণের একদিন পর গত মঙ্গলবার নিমাই চন্দ্রকে অপহরণের বন্দিশালা থেকে মুক্ত করা হয়েছে। তাকে মুক্ত করতে মোটা অঙ্কের মুক্তিপণ দেয়া হয়েছে বলে এলাকাবাসী জানালেও পরিবারের সদস্যরা তা অস্বীকার করেছে। অন্যদিকে নিমাইচন্দ্রকে অপহরণের পর কুতুবপুর পুলিশ ক্যাম্পে জানানো হলেও উদ্ধার কাজে পুলিশ যায়নি বলেও একাধিক অভিযোগ করেছে গ্রামের অনেকেই। এ বিষয়ে কুতুবপুর ক্যাম্প ইনচার্জ শ্রী রবীন্দ্রনাথ শাহর সাথে যোগাযোগ করা হলে তিনি মাথাভাঙ্গাকে বলেন, নিমাইচন্দ্র অপহরণের ব্যাপারে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। লোকমুখে শুনে আমি সর্ঙ্গীয় ফোর্স নিয়ে রাতেই তাকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালাই।

Leave a comment