গাংনীর ধানখোলায় মুকুলের নির্বাচনী ক্যাম্পের পাশ থেকে বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার

 

গাংনী প্রতিনিধি: গাংনী উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান মুকুলের ধানখোলা বাজারের নির্বাচনী ক্যাম্পের পাশে বোমাসাদৃশ্য বস্তু পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে লাল টেপ দিয়ে মোড়ানো বোমাসাদৃশ্য বস্তুর সন্ধান পায় স্থানীয়রা। ধানখোলা ইউপি মেম্বার আওয়ামী লীগ নেতা রুহুল আমিন জানিয়েছেন, তিনিসহ নেতা-কর্মীরা ওই ক্যাম্পে বসে নির্বাচনী প্রচার প্রচারণার কাজ করেন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ হোসেনের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। বোমাসাদৃশ্য বস্তুটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ম্যাজিস্ট্রেট ফরিদ হোসেন। তিনি আরো বলেন, আতঙ্ক সৃষ্টির জন্য কেউ এটি রেখে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।