স্টাফ রিপোর্টার: এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে রাজধানীর বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা মানববন্ধন করেছে। মানববন্ধন থেকে পরীক্ষার্থীরা প্রতিটি বিষয়ের আগে কমপক্ষে একদিন বিরতি দেয়ার অনুরোধ জানিয়েছে। গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানায় তারা। শিক্ষার্থীরা বলেন, টানা চারদিন চারটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। টানা পরীক্ষার এমন সময়সূচি এর আগে কখনো করা হয়নি। তাই এমন সময়সূচি পরীক্ষার্থীদের মানসিকভাবে দুর্বল করে দেবে এবং শারীরিক চাপ বাড়াবে। মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা জানায়, এ রকম সময়সূচিতে অনেকে অসুস্থ হয়ে পড়বে। আমরা ভালো করে পড়ালেখাও করতে পারবো না আর এ কারণে পরীক্ষাও ভালো হবে না। পরীক্ষার্থীরা ছাড়াও তাদের অভিভাবকরাও মানববন্ধনে অংশ নেন।