মোমিনপুর প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুর গ্রামে এক ব্যক্তির বাঁশবাগানের বাঁশেরকুড়া গরুতে নষ্ট করায় একজনকে রড দিয়ে মারধর করে মারাত্মক জখম করা হয়েছে।
এলাকাসূত্রে জানা গেছে, পাঁচকমলাপুর গ্রামের মাঝেরপাড়ার দুখে মণ্ডলের বাড়ির অদূরে তার বাঁশবাগানের একটি বাঁশঝাড়ের নতুন বাঁশের কুড়া গত তিনদিন আগে গরুতে নষ্ট করে। এ ঘটনাকে কেন্দ্র করে দুখে মণ্ডলের দু ছেলে রিপন ও বিপুল সন্দেহ করে প্রতিবেশী আইনুল মণ্ডলের (৫০) সাথে কথাকাটি হয়। এক পর্যায়ে তারা রড দিয়ে আইনুল মণ্ডলকে মারধর করে রক্তাক্ত জখম করে। সে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।