আলমডাঙ্গার ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

 

কে.এ.মান্নান: আলমডাঙ্গার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয়ের ২ দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা ৯টায় বিদ্যালয়ের সবুজ চত্বরে আনন্দঘন বর্ণিল পরিবেশে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্যদিয়ে এ ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম। পবিত্র কোরআন তেলওয়াত শেষে নানা ইভেন্টের এ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হলে তাতে পৃথক পৃথকভাবে অংশ নেয় বিদ্যালয়ের ছেলে ও মেয়ে প্রতিযোগী।

এ পর্বের প্রতিযোগিতায় ৭১’র বাঙালি বীর সেনা মুক্তিযোদ্ধাদের স্মরণে মর্মর মানবস্ট্রাচু প্রদর্শনে শ শ দর্শক হৃদয় আপ্লুত করে ৯ম শ্রেণির ছাত্র সাকলাইন মোস্তাক, টিপু সুলতান মাজহারুল ইসলামসহ শিশু ভ্যানচালক শাফিরুল। সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনার দায়িত্বে ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কফিল উদ্দিন আহমেদ।