মেহেরপুর ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেটে সরকারি বালক বিদ্যালয় জয়ী

 

মেহেরপুর অফিস: বিসিবি আয়োজিত মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মেহেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ৫৬ রানে জয় লাভ করেছে।

গতকাল মঙ্গলবার প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ৪৪ ওভার ২ বলে ১৮৯ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে মনির হোসেন সর্বোচ্চ ৩০ রান করে। মেহেরপুর দারুল উলুম আহমদিয়া মাদরাসার আসিফ ৩ উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে মেহেরপুর দারুল উলুম আহমদিয়া মাদরাসা ৩৬ ওভার ৫ বলে ১৩৩ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে হাসিবুল সর্বোচ্চ ২৭ রান করে। মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাদাত মাহফুজ ৫ উইকেট লাভ করে।