মেহেরপুর অফিস: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে অনুষ্ঠিত ৫ দিনব্যাপি বইমেলা সম্পন্ন হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। গতকাল মঙ্গলবার রাতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন। বক্তব্য রাখেন- জেলা শিল্পকলা একাডেমীর সহসভাপতি প্রভাষক নূরুল আহমেদ। প্রথম পুরস্কার মেহেরপুর স্টুডেন্ট লাইব্রেরি, পপি লাইব্রেরি দ্বিতীয় ও বুড়িপোতা ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র তৃতীয় পুরস্কার পায়। এছাড়াও জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কবিতা আবৃত্তি, হাতের লেখা, রচনা ও দেশাত্মবোধকসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।