মেহেরপুরে এফজিটির মতবিনিময়সভা অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: মেহেরপুর পৌরসভার তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় পৌরসভার উন্নয়ন পরিকল্পনা (পিডিপি) প্রণয়নের উদ্দেশে ফোকাস গ্রুপ ডিসকাশনের (এফজিটি) মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকেলে পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মঞ্জুরুল কবীর রিপনের সভাপতিত্বে তার কার্যালয় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- পৌর কাউন্সিলর মনোয়ারা খাতুন, পৌর সচিব হারিচ উদ্দিন, প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, অখিল রঞ্জন, বস্তি উন্নয়ন কর্মকর্তা জাহিদ হাসান, মহাসিন আলী, নূরুন্নবী বাবু, মজনু প্রমুখ।