চিত্রকর প্রকাশ কর্মকার আর নেই

মাথাভাঙ্গা মনিটর: প্রখ্যাত চিত্রশিল্পী প্রকাশ কর্মকার আর নেই। খ্যাতিমান এ চিত্রশিল্পী ৮১ বছর বয়সে কলকাতায় মারা যান। গত সোমবার রাতে তিনি কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রকাশ কর্মকার তার জীবন ও শিল্পে একাকার হয়ে মিশে ছিলেন। ছোটবেলা থেকেই দারিদ্র্যের সাথে যুদ্ধ করে বেড়ে ওঠা এ চিত্রকর কোনো পরিস্থিতিতেই শিল্পবিমুখ হননি। জীবনের এ লড়াই তার শিল্পেও গভীর ছাপ রেখেছে। ১৯৩৪ সালে তিনি ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। কলকাতার আর্ট কলেজে ভর্তি হলেও ১৯৪৯ সালে বাবা মারা যাওয়ার পর তিনি বাধ্য হয়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। কিন্তু কিছুদিন পর সেই চাকরি ছেড়ে দিয়ে আবারও ফিরে আসে আঁকাআকির জগতে। শিল্প তাকে অর্থের স্বাচ্ছন্দ্য দেয়নি। তাই অনেকটা বাধ্য হয়েই রাস্তায় ফেরি করে নিজের চিত্রকর্ম বিক্রিও শুরু করেছিলেন।