গাংনী উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন লিখন : সমর্থন দিলেন মুকুলকে

 

আসন্ন গাংনী উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন। গতরাত দশটার দিকে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেনের গাংনীস্থ বাসভবনে সংবাদসম্মেলনে তিনি এ ঘোষণা দেন। একই সাথে দলীয় সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান মুকুলকে সমর্থন দিয়েছেন। মুকুলের বিজয়ের লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন লিখন। বিদ্রোহী প্রার্থী থাকলে দলীয় প্রার্থীর ভরাডুবি হবে তাই দলের বৃহত্তর স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি। তার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরে আরো বলেন, কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ তাকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে অনুরোধ করেছেন। তাই অর্থের লোভ কিংবা কোনো শক্তির ভয়ে নয় শুধু দলের জন্যই এ আত্মত্যাগ করলাম। তার বিরুদ্ধে যে অপপ্রচার চলেছে তা সঠিক নয় জানিয়ে পবিত্র কোরআন শরিফ মাথায় দিয়ে তিনি শপথ করেন। তার পক্ষে যারা কাজ করছিলেন তাদের সবাইকে মুকুলের দোয়াত-কলমের পক্ষে কাজ করার নির্দেশনা দেন। কোলাকুলি করেন লিখন ও মুকুল।

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী বলেন, দলের প্রয়োজনে লিখন যে আত্মত্যাগ করেছেন তা সকলের মনে থাকবে। সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে দলীয় তিন প্রার্থীর বিজয়ের লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা করার জন্য তিনি নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, যুগ্ম সম্পাদক গাংনী উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, ইয়াছিন রেজা, উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার, জেলা যুলীগের যুগ্ম সম্পাদক সোহেল আহম্মেদ, সহসভাপতি গোলাম সাকলায়েন ছেপু, পৌর যুবলীগের সভাপতি রাহিবুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা যুবলীগের সম্পাদক শফি কামাল পলাশ। উপস্থিত নেতাকর্মীরা লিখনকে আলিঙ্গন করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  -বিজ্ঞপ্তি।