মাথাভাঙ্গা মনিটর: খেলোয়াড়ি জীবনে দক্ষ খেলুড়েই ছিলেন। মাঠে, মাঠের বাইরেও। খেলা ছাড়ার পর ধীরে ধীরে নিজের সেই ভাবমূর্তি ঘষামাজা করে অনেকটাই সাফ-সুতরো হয়েছিলেন। তবে অনেকদিন পর আবারও শেন ওয়ার্নকে জড়িয়ে নারী কেলেঙ্কারির গুঞ্জন রটলো। অস্ট্রেলিয়ার সাবেক এ স্পিনারের হৃদয়ে যে এত্ত ‘প্রেম’, তাই ক’দিন পরপর জড়িয়ে যায় একেকজন নারীর নাম। মাঠের পারফরম্যান্সে যেমন ধারাবাহিক ছিলেন, প্রেমের ময়দানেও তা-ই! সে ধারাবাহিকতায় ওয়ার্নের নামের সাথে ফের জড়ালেন এক নারী। ঘটনার সূত্রপাত ভ্যালেন্টাইনস ডের দুদিন পর। ভালোবাসা দিবসের পরের দিন বান্ধবী লিজ হার্লির সাথে ওয়ার্নকে দেখা যায় লন্ডনে। এর ২৪ ঘণ্টা না পেরোতেই ওয়ার্ন অন্য নারীর সাথে উষ্ণ সান্নিধ্যে জড়িয়ে পড়েছিলেন বলেই খবর বেরোয়।