স্টাফ রিপোর্টার: রংপুরের পীরগঞ্জ উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী নূর মোহাম্মদ মণ্ডল (আনারস) বিজয়ী হয়েছেন। পরাজিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছায়াদত হোসেন বকুল (কাপ-পিরিচ)। ১০৬টি কেন্দ্রের ঘোষিত ফলে নূর মোহাম্মদ পেয়েছেন ৭৪ হাজার ৯৪২ এবং আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছায়াদত হোসেন পেয়েছেন ৭০ হাজার ৮৭৮ ভোট। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মেশকোয়ারা হাবিব মুক্তি পেয়েছেন ১৩ হাজার ৮৭২ভোট। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা পীরগঞ্জ। প্রধানমন্ত্রীর ছেড়ে দেয়া এ আসনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্য হয়েছেন।
গতকাল সকাল ৮টা থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের শুরুতে বিএনপি প্রার্থী নূর মোহাম্মদ মণ্ডল খালাসপীর কামিল মাদরাসা ভোটকেন্দ্রে তার নিজের ভোট দিয়ে অন্যান্য ভোটকেন্দ্র পরিদর্শন করেন। ওদিকে একইভাবে আওয়ামী লীগের প্রার্থী ছায়াদাত হোসেন বকুল ফতেপুর লালদীঘি উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রে ভোট প্রদান করে অন্যান্য কেন্দ্র পরিদর্শনে যান। এদিকে উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে দিনভর সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়।
রংপুর জেলার সীমানা নির্ধারণকে ঘিরে জটিলতার সৃষ্টি হওয়ার কারণে পীরগঞ্জ উপজেলার নির্বাচন ১৯শে ফেব্রুয়ারির পরিবর্তে ২৪ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। এ নির্বাচনকে ঘিরে গতকাল উপজেলায় সরকারি ছুটি ঘোষণা করা হয়।