মেহেরপুর ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেটে বাঁশবাড়িয়া জয়ী

 

মেহেরপুর অফিস: বিসিবি আয়োজিত ও মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মেহেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় গাংনীর বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ৪০ রানে জয়লাভ করেছে।

গতকাল সোমবার প্রথমে ব্যাট করতে নেমে গাংনীর বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ৩৬ ওভার ২ বলে ১৫২ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে আপন সর্বোচ্চ ৬৩ রান করে। মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুলের সাব্বির একাই ৩ উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল ২৬ ওভার ১ বলে ১২২ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে রিয়াজ সর্বোচ্চ ২৪ রান করে। বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের রাব্বি ৪ উইকেট লাভ করে।