মেহেরপুরে শ্যালোইঞ্জিনচালিত যান মালিক-চালকদের সমাবেশ

 

মেহেরপুর অফিস: হাইকোর্টের দেয়া রায়ের প্রতিবাদে এবং নসিমন-করিমন, আলগামন-আলমসাধুসহ শ্যালোইঞ্জিনচালিত সকল প্রকার যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়মাঠে এক সমাবেশ করে মালিক ও চালকরা।

গতকাল সোমবার বিকেলে সমাবেশে বক্তারা বলেন, হাইকোর্টের রায় প্রত্যাহারসহ শ্যালোইঞ্জিনচালিত যান মহাসড়কে চলাচল করতে দিতে হবে। আজ মঙ্গলবার তারা মেহেরপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করবেন। এরপরও দাবি মানা না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে তারা জানান।