বিভিন্ন দাবিতে মেহেরপুরে প্রতিবন্ধীদের স্মারকলিপি পেশ

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে হাসপাতালে প্রতিবন্ধীদের জন্য বেড বরাদ্দ ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের দাবিতে শহরে র‌্যালি শেষে সিভিল সার্জন বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে।

গতকাল সোমবার বেলা সোয়া ১১টায় সিভিল সার্জনের পক্ষে মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অলোক কুমার দাস স্মারকলিপি গ্রহণ করেন। প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি এএসএম ফরিদউদ্দিন ও সংস্থার নির্বাহী পরিচালক আমিনুল ইসলামের নেতৃত্বে র‌্যালিতে অন্যান্যের মধ্যে অংশ নেন মেহেরপুর উন্নয়ন ফোরামের আহ্বায়ক আতাউর রহমান, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উপদেষ্টা মীর রওশন আলী মনা, আব্দুর রহমানসহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।