উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনাদের সহযোগিতা ও দোয়া চাই
স্টাফ রিপোর্টার: ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের আয়োজনে শ্রদ্ধা আর ভালোবাসায় সংবর্ধিত হলেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল সোমবার বেলা ১১টায় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, চুয়াডাঙ্গা ক্যাম্পাসে ভিসি প্রফেসর ড. ওবাইদুল ইসলাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ফুলে ফুলে সংবর্ধিত হলেন ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের চেয়ারম্যান জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় সংসদের হুইপ ছেলুন বলেন, আমার দল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সম্মান আমাকে দিয়েছেন তা ভুলবার নয়, আমি বিশ্বাস করি এলাকাবাসীর দোয়া ও ভালোবাসা ছিলো বিধায় আজ আমি এ সম্মানে ভূষিত হলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন বাকি জীবনটা আপনাদের সেবাই নিজেকে উৎসর্গ করতে পারি। অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে পারি। দেশে এখন উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। আমরা গণতান্ত্রিক পন্থায় বিশ্বাসী। তাই যথাসময়ে সংবিধানিকভাবে নির্বাচনের ব্যাবস্থা করেছি। দেশের মানুষ আ.লীগ সরকারের উন্নয়নমূলক কার্যক্রমে সন্তুষ্ট হয়ে ভোটের মাধ্যমে আবারো আমাদের নির্বাচিত করে সরকার গঠনের রায় দিয়েছে। অবহেলিত জনপদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনাদের সহযোগিতা ও দোয়া চায়। বিশেষ অতিথি ছিলেন ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চেয়ারম্যান চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, প্রফেসর ড. নাসিমা ইসলাম জোয়ার্দ্দার, ট্রেজারার প্রফেসর আ. মোত্তালিব, রেজিস্ট্রার হারুন অর রশিদ, মফিজুল ইসলাম ও নাফিউল ইসলাম শান্ত প্রমুখ। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক আমিরুল ইসলাম।