মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের শীর্ষ তালেবান নেতা আসমাতুল্লা শাহীন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে নিরাপত্তা কর্মীরা জানিয়েছে। আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের মিরানশাহের উত্তর ওয়াজিরিস্তান দিয়ে গাড়িতে করে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন। এ ঘটনায় গাড়িতে থাকা আরও দুজন নিহত হয়েছেন বলে জানায়। তবে কার গুলিতে তিনি নিহত হয়েছেন এ বিষয়ে কিছু জানা যায়নি। এছাড়া তালেবানরাও এ বিষয়ে কোনো কিছু জানায়নি। তালেবান প্রধান হাকিমুল্লা মেহসুদ গত বছরের নভেম্বরে ড্রোন হামলায় নিহত হওয়ার পর শাহীন পাকিস্তানী তালেবানদের অন্তবর্তী প্রধান হিসেবে দায়িত্বপালন করে আসছিলেন।