নির্বাচন না দিয়ে আওয়ামী লীগের উপায় নেই : মসিউর রহমান

 

ঝিনাইদহ অফিস: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান বলেছেন, সংসদ নির্বাচন না দিয়ে আওয়ামী লীগের উপায় নেই। উপজেলা নির্বাচনে কেন্দ্র দখল করে ভোট ডাকাতি করে আওয়ামী লীগ প্রমাণ করেছে তাদের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয় না। গতকাল সোমবার ঝিনাইদহ জেলা মহিলাদলের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক মিসেস আয়েশা খাতুনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন, অধ্যক্ষ লিজি বেগম বক্তব্য রাখেন। মসিউর রহমান আরো বলেন, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাচনে প্রশাসন জাল ভোট ঠেকাতে পারেনি। শৈলকুপা ও কালীগঞ্জে কেন্দ্র দখল করে জাল ভোট দিয়ে আওয়ামী লীগ জয়ী হয়েছে বলে তিনি অভিযোগ করেন।