দামুড়হুদা উপজেলা নির্বাচনে বিএনপি একাংশের চেয়ারম্যান প্রার্থী মো. ফজলুর রহমানকে চূড়ান্ত করা হয়েছে। ফলে বিএনপিপন্থি অন্য ৫ প্রার্থী যথাক্রমে খাজা আবুল হাসনাত, রফিকুল হাসান তনু, আব্দুর রব, খালিদ মাহমুদ মিল্টন ও এজাজুল হক মেরাজ তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। জেলা বিএনপির দফতর সম্পদাক আবু আলা সামসুজ্জামান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘোষিত প্রার্থী মো. ফজলুর রহমানের সমর্থনে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার জন্য দামুড়হুদা উপজেলা ও দর্শনা পৌর বিএনপির সকল নেতাকর্মী ও সমর্থকবৃন্দকে বিএনপির পক্ষ থেকে আহ্বান করা হলো। প্রেসবিজ্ঞপ্তি।