দুর্ভোগ পোয়াতে হয় যাত্রী সাধারণের
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: কার্পাসডাঙ্গা হয়ে মুজিবনগর সড়ক দিয়ে অসংখ্য যাত্রীবাহী বাস চলাচল করলেও আজও নির্মাণ করা হয়নি কোনো যাত্রী ছাউনী। ফলে রোদ বৃষ্টিতে ভিজে অথবা রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে চরম দুর্ভোগ পোয়াতে হয় যাত্রী সাধারণের। দামুড়হুদা উপজেলা কার্পাসডাঙ্গা ব্যবসায়ী ক্ষেত্র হিসেবে পরিচিত। দেশের বিভিন্ন স্থান থেকে কার্পাসডাঙ্গা বাজারে আসেন বহু ব্যবসায়ীরা। দীর্ঘদিনেও এ কার্পাসডাঙ্গায় কোনো যাত্রী ছাউনী নেই। তাছাড়াও এখানে রয়েছে দুটি কলেজ, দুটি মাধ্যমিক বিদ্যালয়সহ সরকারিÑবেসরকারি অফিস। স্কুল-কলেজগুলোর ছুটির পরপরই দেখা যায় বাস বা অন্যান্য যানবাহনের আশায় ছাত্র-ছাত্রীদের রাস্তার পাশে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকতে। যে কারণে ওই সব ছাত্র-ছাত্রীদের বিরম্বনার শিকার হতে হয়। গুরুত্বপূর্ণ স্থান কার্পাসডাঙ্গার ব্রিজমোড় ও গোরস্তানমোড়ে জরুরিভিত্তিতে যাত্রী ছাউনী নির্মানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি তুলেছে এলাকাবাসী।