ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বোতলে পেট্রোল বিক্রিসহ বিভিন্ন অপরাধে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা হাসান ও আনোয়ার সাদাতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে। এ সময় বাজারের পলাশ ট্রের্ডাসে বোতলে পেট্রোল বিক্রির অপরাধে দু হাজার টাকা ও মোস্তাকিম ট্রেডার্সের নিবন্ধনের মেয়াদোত্তীর্ণ থাকার অপরাধে তিন হাজার টাকা জরিমান আদায় করা হয়। উপস্থিত ছিলেন বেঞ্চ সহকারী নাজমুল হক প্রমুখ।