স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, প্রথম পর্যায়ের উপজেলা নির্বাচনের ত্রুটি থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় পর্যায়ের নির্বাচন আরও সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য আমরা কাজ করছি। গতকাল সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদিকদের তিনি এ কথা বলেন। প্রথম পর্যয়ের নির্বাচনে পুলিশ প্রশাসনসহ সকলে আমাদের সহযোগিতা করেছে। দু একটি ব্যতিক্রম ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমরা এখন থেকে আরও সতর্কভাবে কাজ করছি। এ ব্যাপারে কঠোর হতে রিটার্নিং কর্মকর্তা ও প্রিসাইডিং অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে। ১৯ ফেব্রুয়ারির নির্বাচনে স্বয়ং একজন পুলিশ কর্মকর্তা ভোট জালিয়াতির সাথে জড়িত থাকার খবর প্রকাশ সম্পর্কে তিনি বলেন, এ ধরনের অপরাধীদের বিধি অনুযায়ী শাস্তি দিতে আমরা সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছি। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড সম্পর্কে শাহ নেওয়াজ বলেন, বিভিন্ন এলাকায় রিটার্নিং কর্মকর্তারা দলমত নির্বিশেষে আচরণবিধি লংঘ্নের শাস্তি দিচ্ছে। আশা করছি আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে।